পুতিনের সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যাবতীয় নীতি ও সিদ্ধান্তের প্রতি ‘নিঃশর্ত’ সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক যখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই কিমের পক্ষ থেকে এই সংহতির বার্তা এল।

শুক্রবার (৯ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম জং উন প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক চিঠিতে এই অঙ্গীকার করেছেন।

চিঠিতে কিম লেখেন, ‘আমি আপনার সব নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সম্মান করি এবং সমর্থন দিই। রাশিয়ার স্বার্থ রক্ষায় সব সময় আপনার পাশে থাকার দৃঢ় ইচ্ছা আমার রয়েছে। এই সিদ্ধান্ত স্থায়ী এবং অপরিবর্তনীয়।’

তিনি আরও উল্লেখ করেন যে, পুতিনের সঙ্গে তার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে ‘প্রকৃত কমরেডসুলভ’ এবং এটি তার জন্য সবচেয়ে গর্বের বিষয়।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সরাসরি সম্পৃক্ত হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া অন্তত ১৫ হাজার সেনা পাঠিয়েছে, যাদের মধ্যে প্রায় ২ হাজার সেনা ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন।

এছাড়া গত আগস্টে প্রায় এক হাজার সামরিক প্রকৌশলীকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাইন অপসারণের জন্য পাঠায় পিয়ংইয়ং।

২০২৪ সালে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে একটি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী, কোনো দেশ তৃতীয় পক্ষের হামলার শিকার হলে অন্য দেশ তাকে সামরিক সহায়তা দেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ এবং ইউক্রেন যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে কিমের এই সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।

DR/SN
আরও পড়ুন