কাল থেকেই ওমরা ভিসা আবেদন শুরু

মক্কায় প্রবেশে বিধিনিষেধ উঠে যাচ্ছে বুধবার

পবিত্র হজের মৌসুম শেষ হওয়ায় কাল বুধবার (১১ জুন) থেকে উঠে যাচ্ছে মক্কায় প্রবেশে আরোপ করা সব বিধিনিষেধ। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজ করতে পারেন সেজন্য মক্কায় হজযাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া কাল থেকে আবারও শুরু হচ্ছে ওমরাহ ভিসার আবেদনের প্রক্রিয়া। হজের সময় ওমরাহর ভিসাও বন্ধ করে দেওয়া হয়েছিল।

গত ৪ জুন শুরু হয় পবিত্র হজ। ৫ জুন পড়ে আরাফাতের দিন। এদিন হাজিরা মক্কার আরাফাতের ময়দানে সমবেত হয়েছিলেন। এরপর কুরবানি, প্রতীকি শয়তানকে নুড়ি পাথর নিক্ষেপ ও বিদায় তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হয় হজ। যেসব হজযাত্রী আগে সৌদি আরবে গিয়েছিলেন তারা হজ শেষেই নিজ দেশে ফিরে আসছেন। আর যারা দেরিতে গিয়েছেলেন তারা এখন আসার প্রস্তুতি নিচ্ছেন।

এ বছর পবিত্র হজ পালন করেছেন ১৬ লাখের বেশি মুসল্লি। যাদের প্রায় সবই ছিলেন বিদেশি। সৌদির নাগরিক এবং প্রবাসীর সংখ্যা ছিল দেড় লাখের বেশি।

হজ শেষে অনেকে আবার ছুটছেন পবিত্র নগরী মদিনায়। সেখানে তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা পরিদর্শন করবেন। এছাড়া অনেকে মসজিদে নববীতে নামাজ পড়বেন। অনেকে আবার নিজেদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী কেনায় ব্যস্ত সময় পার করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন