ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিমান বিধ্বস্তের রেশ কাটতে না কাটতেই এবার থাইল্যান্ড থেকে ভারতে ফেরার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স। এর জেরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফুকেট বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স প্রতিবেদনে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার এ আই ৩৭৯ এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি।
অবতরণের পরই বিমানের যাত্রীদের বের করে আনা হয়। পরে অবশ্য গোটা বিমানে কোনোরকম বোমা পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে থাইল্যান্ডের কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।