ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ৯ সেনা নিহত

দখলদার ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অন্তত ৯ সেনা নিহত হয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২২ জুন) মধ্যাঞ্চলে হামলা চালায় দখলদাররা। এতে প্রাণ হারান এ সেনারা।

বার্তাসংস্থা তাসনিম বিপ্লবী গার্ডের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘ইয়াজদ শহরের দুটি মিলিটারি সেন্টারে ইহুদিবাদী ইসরায়েল ও তাদের ভাড়াটে বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের ৯ সেনা শহীদ হয়েছেন।’

এর আগে দখলদার ইসরায়েল জানিয়েছিল ইয়াজদ শহরে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলদাররা দাবি করেছিল, ইরান সেখানে খোরামশহর মিসাইল মজুদ করে রেখেছে।

সূত্র: তাসনিম নিউজ