নিজের উত্তরসূরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। নিজের ৯০তম জন্মদিনের আগে বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্বদের তিন দিনের একটি বড় সমাবেশে এই ঘোষণা আসতে পারে।
বিবিসির মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে বলা হয়, ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বত থেকে নির্বাসনে যান দালাই লামা।
চীন এর আগে বলেছে যে, তারা নিজেরা দালাই লামার উত্তরসূরি বেছে নেবে। তবে, দালাই লামা বলেছেন, তার উত্তরসূরি চীনের বাইরে জন্মগ্রহণ করবেন এবং বেইজিং এর নির্বাচিত যেকোনো ব্যক্তিকে প্রত্যাখ্যান করার জন্য তার অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৬ জুলাই) ১৪তম দালাই লামার ৯০ বছর পূর্তি হবে। তিনি বলেছেন যে, তিনি এই সময়ে সিনিয়র ভিক্ষু এবং অন্যান্যদের সাথে পরামর্শ করে মৃত্যুর পর তার উত্তরসূরী, ছেলে বা মেয়ে যেই হোন না কেন, সে সম্পর্কে সম্ভাব্য সূত্র নিয়ে আলোচনা করবেন।
এদিকে, সোমবার দালাই লামা তার দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করার সময় অনুসারীদের এক সমাবেশে বলেন, আমার বাকি জীবন আমি অন্যদের কল্যাণে উৎসর্গ করব, যতটা সম্ভব, যতটা করা যায়।’
তিনি কাঠামো সম্পর্কে বিস্তারিত না জানিয়ে বলেন, ‘এমন এক ধরনের কাঠামো থাকবে যার মধ্যে আমরা দালাই লামাদের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা সম্পর্কে কথা বলতে পারি।’ সূত্র: বিবিসি