কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক, যার মধ্যে ৫২ জন পুলিশ সদস্যও রয়েছেন। 

সোমবার (৭ জুলাই) এই বিক্ষোভ চলাকালে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া পুলিশ। 

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, কেনিয়ায় ১৯৯০ সালের ৭ জুলাইের গণতন্ত্রপন্থি বিক্ষোভকে স্থানীয় ভাষায় ‘সাবা সাবা’ আন্দোলন নামে অভিহিত করা হয়। কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের বিরুদ্ধে এ আন্দোলন হয়েছিল। এরপর প্রতি বছরের জুলাইয়ে কেনিয়ার মানুষ মিছিল বের করে দিনটির স্মরণে। তবে এবার মিছিলটি বড় আকার ধারণ করে কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে।রাজধানী নাইরোবির গুরুত্বপূর্ণ সড়কগুলো পুলিশ অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা যখন শহরের কেন্দ্রস্থলে প্রবেশের চেষ্টা করেন, তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

রোববার (৬ জুলাই) কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকমেন এক্সে (পূর্বে টুইটার) বলেন, আমরা জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। শান্তিপূর্ণ মিছিলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কেনিয়ায় অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, পুলিশি নিপীড়ন এবং সরকারের সমালোচকদের নিখোঁজ হওয়াকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এরই মধ্যে বড় আকার ধারণ করেছে । এইসব কারণে গত মাসেও বিক্ষোভ হয়েছিল, যা একপর্যায়ে সহিংস রূপ নিয়েছিল। গত মাসের আন্দোলনে ১৯ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০০ জন আহত হয়েছিলেন বলে জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশন।