এবার জম্মু-কাশ্মিরে ভারতের ‘অপারেশন আখাল’, নিহত ১

‘অপারেশন মহাদেব’ শেষ হওয়ার মাত্র ৪ দিনের মধ্যে এবার জম্মু-কাশ্মির রাজ্যের কুলগাম জেলার আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে সেনা অভিযান শুরু করেছে ভারতের যৌথ বাহিনী (সেনা-পুলিশ)। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’। অভিযানে ইতোমধ্যে একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছে বলে জানা গেছে। 

ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের অধীন চিনার কর্পসের বরাত দিয়ে শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চিনার কর্পসের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, শুক্রবার (১ আগস্ট) গোপন গোয়েন্দাসূত্রে তারা জানতে পারেন যে কুলগামের আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে কয়েক জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মগোপন করে আছে। এই সংবাদ পাওয়ার পর রাতেই আখালের ওই পাহাড়ি জঙ্গলে আমরা তল্লাশির সিদ্ধান্ত নেই। তল্লশী শুরুর পর আমাদের সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা ফায়ারের সিদ্ধান্ত নেই। গতকাল রাতভর থেমে থেমে পাল্টাপাল্টি গুলি চলেছে। আমাদের সেনারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে খুবই ঠাণ্ডা মাথায় সন্ত্রাসীদের মোকাবিলা করছে। ইতোমধ্যে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসও একই তথ্য জানিয়েছে। তবে অপারেশন আখালে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র : এনডিটিভি