ট্রাম্প-পুতিনের বৈঠকের আগে লাভরভ-রুবিও ফোনালাপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের কয়েক দিন আগে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা ফোনে কথা বলেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই প্রেসিডেন্টের আসন্ন শীর্ষ বৈঠকের কিছু দিক নিয়ে আলোচনা করেছেন।

উভয় পক্ষই বৈঠককে সফল করতে চায় বলে বিবৃতিতে বলা হয়। তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে মস্কো আর বিস্তারিত কিছু জানায়নি।
 
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও জানিয়েছে, আলাস্কায় ট্রাম্প ও পুতিরে বৈঠকের আগে দুই শীর্ষ কূটনীতিক ফোনে কথা বলেছেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলাস্কায় শুক্রবারের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন।
 
আগামী ১৫ আগস্ট (শুক্রবার) আলাস্কায় রাশিয়ান এবং আমেরিকান নেতার মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
 
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেন সংঘাত অবসানে পরবর্তী শীর্ষ-স্তরের আলোচনা আয়োজনের পরিকল্পনা করছেন তিনি, যার লক্ষ্য হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একই টেবিলে বসানো।

তার কথায়, ‘পরবর্তী বৈঠক হবে জেলেনস্কি ও পুতিনের মধ্যে, অথবা জেলেনস্কি, পুতিন ও আমার মধ্যে। যদি তাদের প্রয়োজন হয় তবে আমি সেখানে থাকব।’
 
ট্রাম্প আরও বলেন, আগামী শুক্রবার পুতিনের সাথে তার বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে ন্যায্য প্রস্তাব এলে সমঝোতার পথ খোঁজা হবে, নতুবা লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেবেন তিনি। শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকতে পারে বলেও জানান তিনি।