মিয়ানমারে জান্তার হামলায় নিহত বেড়ে ৩২

মিয়ানমারের কারেনি (কায়াহ) রাজ্যে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

প্রতিবেদন মতে, রোববার (১৭ আগস্ট) কারেনি রাজ্যের মাওচি শহরে দফায় দফায় বিধ্বংসী বিমান হামলা চালায় জান্তার যুদ্ধবিমান। হামলাটিকে রাজ্যের এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক বিমান হামলা হিসেবে চিহ্নিত করা হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।  

মঙ্গলবার (১৯ আগস্ট) কারেনি স্টেট ইনটেরিম এক্সিকিউটিভ কাউন্সিল (আইইসি) জানায়, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

আইইসির একজন কর্মকর্তা বলেন, হামলায় নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, আটজন নারী ও শিশু রয়েছেন। ছয়টি লাশ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে তাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া একজন নারী এবং চারজন পুরুষ আহত হয়েছেন।

প্রতিবেদন মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালেও জান্তা যুদ্ধবিমানগুলো মাওচিতে আক্রমণ চালিয়েছে। তবে সর্বশেষ হামলায় হতাহতের ঘটনা এখনও জানা যায়নি।
 
মাওচি টিন ও টাংস্টেন খনির জন্য পরিচিত। গত বছরের ২৮ জানুয়ারী কারেনি প্রতিরোধ বাহিনীর একটি জোট এটার দখল নেয়। তারপর থেকে সরকারি বাহিনী শহরটিতে ঘন ঘন বিমান হামলা চালিয়ে আসছে।

সূত্র: দ্য ইরাবতী