যুদ্ধাবসান নিয়ে যুক্তরাষ্ট্রে শান্তির জন্য চলমান আলোচনার মধ্যে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রুশ বাহিনী বুধবার (২০ আগস্ট) রাতে ৫৭০ ড্রোন ও ৪০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালায়। তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সফলভাবে ৫৪৬ ড্রোন ও ৩১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই হামলায় একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই এই হামলাটি ঘটল। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এই মাসেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। তিনি তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ওয়াশিংটনে আলাদা আলোচনা করেছেন। সূত্র: এএফপি।