ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২২ আগস্ট) স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ হুমকি দেন বলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গাজায় যুদ্ধ শেষ করার কাছাকাছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব।’
তিনি বলেন, হামাস যদি তাদের অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয় তবে যুদ্ধ আজই শেষ হতে পারে।
নেতানিয়াহু দাবি করেন, গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য হলো সমস্ত জিম্মিদে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ শক্ত ঘাঁটিটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি অর্জনের জন্য অপরিহার্য।
ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা এবং ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যত দেয়া। আমি বিশ্বাস করি আমরা এই লক্ষ্য অর্জনের কাছাকাছি।’
নেতানিয়াহুর দাবি, হামাসকে নির্মূল করার জন্য গাজা শহর নিয়ন্ত্রণে সামরিক লক্ষ্যকে সম্পূর্ণরূপে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা দ্য ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
শুক্রবার আইপিসি জানিয়েছে, ৫ লাখ ১৪ হাজার মানুষ তথা গাজার প্রায় এক-চতুর্থাংশ ফিলিস্তিনি এই মুহূর্তে দুর্ভিক্ষের সম্মুখীন এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাবে। এসব মানুষের মধ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার গাজা শহরের উত্তরাঞ্চলে বাস করে যা গাজা গভর্নরেট নামে পরিচিত।