নিজের সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৬ আগস্ট) বৈঠকটি হবে। বৈঠকে মূলত গাজা উপত্যকার গাজা সিটিতে বড় ধরনের সামরিক হামলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হতে পারে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজা উপত্যকার গাজা সিটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর ব্যাপারে সিকিউরিটি ক্যাবিনিটে আলোচনা হতে পারে।
ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজকের বৈঠকের এজেন্ডায় যুদ্ধবিরতির বিষয়টি নেই।
ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, গাজা ইস্যুর সঙ্গে যুদ্ধবিরতি চেষ্টার বিষয়টি নিয়ে দখলদাররা আলোচনা করবেন।
গত সপ্তাহে হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায় তারা ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায়। তবে দখলদার ইসরায়েল এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত সপ্তাহে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায়, তারা ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায়। তবে ইসরায়েল এখনো এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি। নেতানিয়াহু উল্লেখ করেছেন, হামাসের সঙ্গে শুধুমাত্র পূর্ণ যুদ্ধবিরতি হবে, যা জিম্মিদের মুক্তি, অস্ত্র সমর্পণ ও গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে দেওয়া শর্তে কার্যকর হবে।
বর্তমানে গাজায় প্রায় ৫০ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ জন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল