ইসরায়েলের ওপর কোনো ধরনের হামলা হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘ইরান আমাদের ওপর হামলা করলে এমন প্রতিক্রিয়ার মুখে পড়বে, যা তারা আগে কখনো দেখেনি।’
নেতানিয়াহু তার ভাষণে অভ্যন্তরীণ সমালোচকদেরও জবাব দেন। তিনি বলেন, ইসরায়েলকে স্বৈরতন্ত্রের দিকে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। যারা এমন সমালোচনা করছেন, তাদের ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর থেকে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে সরকারবিরোধী তীব্র আন্দোলন চলছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যদিও ইরান সরকার এই অস্থিরতার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উসকানিকে দায়ী করছে।
গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত দ্বিতীয় ধাপের পরিকল্পনায় তুরস্ক বা কাতারের কোনো নিরাপত্তা বাহিনী গাজায় থাকতে পারবে না। তবে গাজার ভবিষ্যৎ পরিচালনার জন্য গঠিত নির্বাহী বোর্ডে এই দুই দেশ সদস্য হিসেবে থাকতে পারবে।
তিনি স্পষ্ট করে বলেন, ‘গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রধান শর্ত হলো হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা এবং গাজাকে সামরিক কার্যক্রমমুক্ত করা। এই লক্ষ্য যদি সহজ উপায়ে অর্জিত না হয়, তবে কঠোর পথ অবলম্বন করবে ইসরায়েল।’ এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগের কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
ইরান আনছে নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা
প্রবাসে ইরানিদের দিন কাটছে যেভাবে
