আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে ১০৫ টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠিনো হয়েছে আফগানিস্তানে।
এক বিবৃতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এই তথ্য জানান।
তিনি জানান, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপের পর পাকিস্তান এই পদক্ষেপ নেয়। ত্রাণ বহনকারী চালানে রয়েছে, প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, তাঁবু, কম্বল ও বাবল ম্যাট।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক ও দোয়া জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান আফগান ভাইদের পাশে আছে।’
রোববার (৩১ আগস্ট) আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে এক হাজার ৪৬৯ জন নিহত এবং ৩ হাজার ৭০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এটি বিগত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি।
এদিকে ভূমিকম্পের কয়েকদিন পরও পূর্ব আফগানিস্তানে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্গম এলাকাগুলোর সঙ্গে এখনও যোগাযোগ স্বাভাবিক হয়নি, যার ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র: জিও নিউজ