ভারতের তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের জনসমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর এ ঘটনা ঘটে।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১০ শিশু, ১৭ নারী এবং ১১ জন পুরুষ রয়েছেন।
এদিকে স্থানীয় হাসপাতারের বরাতে ইন্ডিয়া টুডে’র প্রতিবদেন আরো বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।
খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন। এদিকে, মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
স্টালিন এক্স-এ দেয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, ‘করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেয়া হয়।’
কারুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে ভর্তি করা হয়েছে এবং আরো কমপক্ষে ৪০০ জনকে আনা হচ্ছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথম জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালার বলেন, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে।
জানা যায়, থালাপাতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’ (TVK)-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং বিজয়ের জন্য প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু সমাবেশে তার আগমন দেরি হওয়ায় ভিড় ক্রমেই বাড়তে থাকে ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ভয়াবহ পরিস্থিতির খবর পাওয়ার পর তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসক ভি সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে যখন একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়তে থাকেন, তখন বিজয় হঠাৎ করেই নিজের বক্তব্য শেষ করে দেন। পরে তাকে বহনকারী বিশেষ প্রচার বাস থেকে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে উপস্থিত ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন।
এরই মধ্যে কয়েক ডজন মানুষকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতি ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয় বলে জানিয়েছে পিটিআই।
করুরের এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা তামিলনাড়ুতে। নিহতদের পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে