ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পদপিষ্টে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা বিজয়ের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

তামিলনাড়ুর করুরে সংঘটিত পদপিষ্টের মর্মান্তিক ঘটনাকে দুর্ঘটনা বলে মনে করছেন না অভিনেতা ও টিভিকে নেতা থালাপতি বিজয়। বরং এর নেপথ্যে কোনো ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করে তাঁর দল তামিলনাড়ু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

টিভিকে-র পক্ষ থেকে আদালতে তোলা অভিযোগে বলা হয়েছে, করুরের ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি একটি ষড়যন্ত্রের ফল। সভায় পাথর নিক্ষেপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জকেও এই ট্র্যাজেডির জন্য দায়ী করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় শোক প্রকাশ করে বিজয় নিহতদের পরিবারের প্রতিটিকে ২০ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি নিজেকে গভীরভাবে ব্যথিত জানিয়ে বলেন, একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আপনাদের পরিবারের একজন হিসাবে, আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শনিবার করুরে সংঘটিত এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এখন পর্যন্ত ১০ শিশুসহ ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। শতাধিক আহতের মধ্যে রয়েছে মাত্র দুই বছর বয়সী এক শিশুও।

টিভিকে-র আইনজীবী এনডিটিভি-কে জানিয়েছেন, তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন যাতে এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয় অথবা তদন্তভার কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর হাতে ন্যস্ত করা হয়। তিনি জোর দিয়ে বলেন, করুরের ঘটনায় ষড়যন্ত্রের আভাস মিলছে। তাই আমরা আদালতের কাছে আবেদন করেছি যে রাজ্যের কোনো তদন্তকারী সংস্থা নয়, একটি নিরপেক্ষ সংস্থার হাতেই এই তদন্ত হওয়া উচিত।

MMS
আরও পড়ুন