ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা ৩৮

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়াও কমপক্ষে ৩৮ জন এখনো ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ৩টার দিকে পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই ভবন ধসের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা নামাজের প্রস্তুতি নেওয়া সময়ই হঠাৎ ভবনটি ভেঙে পড়ে। এতে আটকা পড়েন শতাধিক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সায়াফি বলেন, ‘এখন পর্যন্ত ৩ জনের মরদেহ এবং ৯৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত ও আহত শিক্ষার্থীরা সবাই ছেলে, তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

বার্তা সংস্থা এপির জানিয়েছে, মেয়ে শিক্ষার্থীরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিলেন এবং ধসের সময় তারা সবাই দ্রুত বাইরে বের হতে সক্ষম হয়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সস্তূপের নিচে আটকা পড়া ৩৮ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান কর্মকর্তারা।

সংস্থাটি আরও জানিয়েছে, ভবনটির ভিত্তি দুই তলা পর্যন্ত থাকলেও অতিরিক্ত আরও দুটি তলা নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সোমবার ভবনের চতুর্থ তলার ঢালাইয়ের কাজ করার সময় ভিত্তিস্তম্ভগুলো ভেঙে পড়ে। সূত্র: বিবিসি, আলজাজিরা