আফগানিস্তানে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ইন্টারনেট ও টেলিকম পরিষেবা। এতে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। দেশটির সরকার সেবাগুলো বন্ধ করার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
বুধবার (১ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। অন্যদিকে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস বলেছে, আংশিকভাবে সংযোগ ফিরেছে।
বিবিসি আফগানকে তালেবান সরকারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় শত শত মানুষ নেমে আসে। এক ব্যক্তি বলেন, ‘সবাই অনেক খুশি। আত্মীয়দের সাথে সবাই কথা বলতে পারছে। নারী-পুরুষ, এমনকি তালেবান সদস্যরাও ফোনে কথা বলছিলেন। এখন শহরে ভিড় বেড়েছে।’
কাতারে অবস্থানরত তালেবানের জ্যেষ্ঠ মুখপাত্র সুহাইল শাহীন বলেন, বুধবার বিকেলের মধ্যে সব ধরনের যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে। তবে ইন্টারনেট বন্ধের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সরকার।