প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনিই হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। এলডিপির সভাপতির দৌঁড়ে তৃতীয়বারের মতো অংশ নিয়ে প্রথম জয় পেলেন ৬৪ বছর বয়সী এ নারী।

প্রধানমন্ত্রীর পদ থেকে শিগেরু ইশিবার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ভোটগ্রহণের মাধ্যমে দলের সভাপতি নির্বাচন করেছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক লিবারেল পার্টি বা এলডিপি।

আর দলের সভাপতি পদের জন্য লড়েছেন দেশটির কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি, মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী সানায়ে তাকাইচি ও তাকায়ুকি কোবায়াশি এবং এলডিপির সাবেক মহাসচিব তোশিমিৎসু মোতেগি।

১৮৫টি ভোট পেয়ে দলের সভাপতি নির্বাচিত হন  সানায়ে তাকাইচি। আর এরমধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপান পেতে পারে ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

নির্বাচিত হওয়ার পর দলের উদ্দেশে দেয়া প্রথম বক্তব্যে এখন থেকেই কাজ শুরুর কথা বলেন তাকাইচি।

ডেমোক্র্যাটিক লিবারেল পার্টি নবনির্বাচিত দলপ্রধান সানায়ে তাকাইচি বলেন, ‘খুশি হওয়ার পরিবর্তে আমি মনে করি এখন থেকে আরও কঠিন কাজ শুরু হচ্ছে। আমাদের সকলকে একসঙ্গে অনেক কাজ করতে হবে। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো এবং নিজের কাজ চালিয়ে যাবো’।

আগামী ১৫ অক্টোবর সংসদে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হওয়ার জন্য লড়বেন তাকাইচি।