বিশ্বখ্যাত র্যাপার ও প্রযোজক শন ডিডি কম্বসকে পতিতাবৃত্তিতে জড়িত থাকা এবং নারীদের প্রতি সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত করে ৫০ মাসের কারাদণ্ড ও ৫০০,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ৮ লাখ টাকা) জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের আদালত।
বিচারক অরুণ সুব্রামনিয়ান সাজা ঘোষণার সময় বলেন, ‘এটি একটি গুরুতর অপরাধ, যা দুটি মহিলার জীবনে অপূরণীয় ক্ষতি করেছে।’ তিনি ৮ সপ্তাহব্যাপী বিচার চলাকালে ৩৪ জন সাক্ষীর জবানবন্দি ও ২০১৬ সালের হোটেল সিসিটিভি ফুটেজের উল্লেখ করে ডিডির সহিংস অতীতকে গুরুত্ব দেন।
কম্বস আদালতে অশ্রুসিক্ত কণ্ঠে দয়া প্রার্থনা করেন এবং স্বীকার করেন, ‘আমি অসুস্থ ছিলাম, ড্রাগের কারণে অসুস্থ। আমার অহংকার এবং অতিরিক্ত জীবন আমাকে আমার স্বাধীনতা, পিতৃত্ব এবং আত্মসম্মান কেড়ে নিয়েছে।’ তিনি তার ছয় প্রাপ্তবয়স্ক সন্তানের দিকে তাকিয়ে বলেন, ‘তোমাদের আরও ভালো কিছু প্রাপ্য ছিলো।’
তবে প্রসিকিউটর ক্রিস্টি স্লাভিক অভিযোগ করেন, কম্বস দায়িত্ব স্বীকার করেননি এবং তার আইনজীবীরা বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি ১৩৫ মাসের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন।
ডিডির আইনজীবীরা দাবি করেন, তিনি কারাগারে অন্য বন্দীদের ব্যবসায়িক দক্ষতা শেখাচ্ছেন এবং তার সহিংস আচরণের পেছনে রয়েছে চিকিৎসাহীন মানসিক ট্রমা ও মাদকাসক্তি।
কম্বসের ছয় সন্তান আদালতে তার পক্ষে আবেগঘন সাক্ষ্য দেন। বিশেষ করে তার কন্যারা বলেন, তারা তাদের মা কিম পোর্টারকে হারিয়েছেন, এখন আর তাদের পিতাকে ছাড়া বড় হতে চান না।
ভিকটিম ক্যাসি ভেনচুরার আইনজীবীরা বলেন, যদিও কম্বস সৃষ্ট ট্রমা কিছুই মুছে ফেলতে পারে না, আজকের সাজা তার অপরাধের পরিণতি তুলে ধরে।
এই রায় ডিডি কম্বসের দীর্ঘ ও বিতর্কিত ক্যারিয়ারে এক নতুন এবং চরম মোড় নিয়ে এসেছে।
নোবেল বিজয়ীর নাম প্রকাশ শুরু ৬ অক্টোবর
৬ ইসরায়েলপন্থি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান