সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্তের ছবি। মন্ট্রিয়েলে অবকাশযাপনের সময় এক প্রমোদতরীতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শনিবার (১১ অক্টোবর) এই দুই তারকাকে সমুদ্র সফরে প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনার ঝড়।
ছবিতে দেখা যায়, কেটি পেরি কালো রঙের সাঁতারের পোশাকে, চুল খোঁপা করে বাঁধা অবস্থায় ছিলেন। অন্যদিকে, ট্রুডো ছিলেন খালি গায়ে, পরনে ছিল শুধু কালো জিন্স। নিভৃতে সময় কাটানোর চেষ্টার মাঝেই পাপারাজ্জিদের নজরে পড়েন তারা।
সূত্র জানিয়েছে, কেটি ও ট্রুডো চেয়েছিলেন লোকচক্ষুর আড়ালে সময় কাটাতে। কিন্তু গোপন সে মুহূর্ত ফাঁস হয়ে যায় ক্যামেরার ফ্ল্যাশে। ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ প্রশংসা করছেন, কেউবা কটাক্ষ করছেন।
এর আগেও একবার জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে দেখা গিয়েছিল, যখন তারা একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে এত ঘনিষ্ঠভাবে দুজনকে একসঙ্গে দেখা যায়নি আগে।