ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। কিন্তু সুস্থ হয়ে আর দেশে ফেরা হলো না তার; হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন।
বুধবার (১৫ অক্টোবর) ভারতের কেরালা রাজ্যের দেভামাতা হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, ৮০ বছর বয়সী রাইলা ওদিঙ্গাকে আফ্রিকার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।
স্থানীয় পুলিশ ও দেভামাতা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার জন্যই হাসপাতালে এসেছিলেন তিনি। কিন্তু সুস্থ হয়ে আর নিজ দেশে ফিরে যেতে পারলেন না তিনি।
পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওদিঙ্গা সকাল বেলা তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। এছাড়া তার সঙ্গে ভারত ও কেনিয়ার নিরাপত্তাকর্মীরা ছিলেন। তখন তিনি হঠাৎ করে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
কেরালার এরানকুলামের এসপি কৃষ্ণ এম বলেছেন, হার্ট অ্যাটাকের পর দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় ওদিঙ্গাকে। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
কেনিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু একবারও প্রেসিডেন্ট হতে পারেননি তিনি।
তবে, কেনিয়ার রাজধানীতিকে শক্তিশালী ব্যক্তি ছিলেন ওদিঙ্গা। ২০২৭ সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে দেশটিতে। এ নির্বাচনের আগে তার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি করবে।