‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, ভারতে ৫ হিন্দু যুবক গ্রেফতার

উত্তরপ্রদেশের বেহরাইচ জেলায় পাঁচ যুবককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। 

 

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে 

 

তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, এবং প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

 

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দি আজতক।

 

গ্রেফতারদের নাম অবিনাশ, অজিত কুমার, বিজয় প্রতাপ, অঙ্কুল ও সৎপাল। তারা সবাই আম্বেদকর নগর গ্রামের বাসিন্দা, যা রামগাঁও থানার অন্তর্গত খাসা মুহাম্মদপুর এলাকায় অবস্থিত।

 

জেলার পুলিশ সুপার (এসপি) রাম নায়ন সিং জানান, ‌‘ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কয়েকজন যুবক ‘‘পাকিস্তান জিন্দাবাদ’’ স্লোগান দিচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ভিত্তিতে রামগাঁও থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

 

পুলিশ জানিয়েছে, মোট আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে—এর মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হলেও তিনজন এখনো পলাতক। অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, সামাজিক সম্প্রীতি নষ্টের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ভীম আর্মির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

 

স্থানীয় সূত্রের দাবি, স্লোগান দেওয়া যুবকেরা ভীম আর্মির সঙ্গে যুক্ত। তবে পুলিশ এখনো এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। এদিকে, ঘটনাটি রাজনৈতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ স্থানীয় সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

পুলিশের তদন্ত অব্যাহত আছে, এবং সাইবার সেল ভিডিওটি বিশ্লেষণ করছে—কে এটি ধারণ করেছে এবং কীভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তা নির্ধারণের জন্য।