যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী সরকারি অচলাবস্থা (শাটডাউন) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দুর্বলতার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার কদর বাড়ছে। এর সঙ্গে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা যুক্ত হওয়ায় শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সের মূল্য ৩,৯৯৯.৮৯ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে এটি ৪,০০০ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছিল।
সোনাবিশ্লেষক রস নরম্যানের মতে, সোনার দাম বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার হার বৃদ্ধি এবং সুদের হার কমার প্রত্যাশা এই দুটি বিষয়ই সোনার মূল্যবৃদ্ধির পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে যুক্তরাষ্ট্রের সরকারি ও খুচরা খাতে বিপুল সংখ্যক মানুষ চাকরি হারিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগুলোর ব্যয় সংকোচনের নীতির কারণে কর্মী ছাঁটাইয়ের হারও বেড়েছে। সাধারণত, চাকরির বাজারের দুর্বল অবস্থা ফেডারেল রিজার্ভকে সুদের হার কমাতে উৎসাহিত করে।
বাজার পর্যবেক্ষকরা ধারণা করছেন, ডিসেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা এখন প্রায় ৬৭ শতাংশ, যা আগে ৬০ শতাংশ ছিল। গত সপ্তাহে ফেড সুদের হার কমানোর পর ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হয়তো এ বছরের শেষ সুদের হার হ্রাস। তবে নতুন অর্থনৈতিক তথ্য সেই সম্ভাবনাকে বদলে দিয়েছে।
এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, ‘বিনিয়োগকারীদের মূল দৃষ্টি এখন অর্থনীতির বৃহৎ সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা অবসানের ওপর। এই অনিশ্চয়তার কারণেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে।’
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন চলছে, যা শুক্রবার ৩৮তম দিনে গড়িয়েছে। এর ফলে অনেক সরকারি অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ থাকায় ফেডকেও বেসরকারি খাতের বিভিন্ন সূচকের ওপর নির্ভর করতে হচ্ছে।
অন্যদিকে, শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে পৌঁছেছে। তবে সাপ্তাহিক হিসাবে এই তিনটি ধাতুর দামই কমেছে।