ফেন্সিং বিশ্বকাপ ভেন্যুতে ইসরায়েলি পতাকা নামিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি 

স্পেনের পালমা দে মায়োর্কাতে অনুষ্ঠিত ফেন্সিং বিশ্বকাপ প্রতিযোগিতা চলাকালীন গত ৩ অক্টোবর এক চাঞ্চল্যকর প্রতিবাদের ঘটনা দেখলো বিশ্ব। 

৯ নভেম্বর গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এর ইনস্টাগ্রাম সূত্রে জানা যায়, সেখানে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল অ্যাক্টিভিস্ট টুর্নামেন্টের ভেন্যুতে থাকা ইসরায়েলি পতাকা সরিয়ে সেটির জায়গায় ফিলিস্তিনি পতাকা প্রতিস্থাপন করেন। 

প্রতিবাদকারীরা এই পদক্ষেপকে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা হিসেবে বর্ণনা করেছেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো এক ‘গণহত্যাকারী রাষ্ট্রের’ স্বাভাবিকীকরণ করার প্রচেষ্টা।

অ্যাক্টিভিস্টদের মূল বার্তা ছিল স্পষ্ট: তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থন জানাতে চেয়েছিলেন এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে তাদের নৈতিক অবস্থান তুলে ধরেছিলেন।
 
এই ঘটনাটি ক্রীড়াঙ্গনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক উত্তাপকে নতুন করে সামনে এনেছে। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে। 

আয়োজকরা দ্রুত পতাকাটি অপসারণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।