আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতের বিশেষ অর্থনৈতিক জোনে অনুপ্রবেশের অভিযোগে তিনটি বাংলাদেশি নৌকাসহ ৭৯ জন জেলেকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে নজরদারি চালানোর সময় বাংলাদেশের জেলেদের আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় কোস্ট গার্ড দাবি করেছে, বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন, কিন্তু বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। সমুদ্র থেকে আটক করা নৌকাগুলোতে তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল, যা কোস্ট গার্ড জব্দ করেছে। আটকের পর নৌকা ও জেলেদের পশ্চিমবঙ্গের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশি জেলেদের সমুদ্র থেকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। এমনকি বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও একাধিকবার আটকের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, এর আগে গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ৯ জন ভারতীয় জেলেকে ট্রলারসহ আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানিয়েছিলেন, তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা ছিলেন। তাদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল।