হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৫৫

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এই আগুন লাগে যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

ফায়ার সার্ভিস তাদের সর্বশেষ তথ্য নিশ্চিত করেছে। নিহত ৫৫ জনের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এছাড়াও এই ঘটনায় ১২৩ জন আহত হয়েছেন, যার মধ্যে আটজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। এর আগে ফায়ার সার্ভিস ২৭৯ জন নিখোঁজের তথ্য দিলেও, সর্বশেষ তথ্যে নিখোঁজের ব্যাপারে আর কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। আগুনের মাত্রা এত ভয়াবহ ছিল যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আগুন লাগার পর এটি অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেকে ভবন থেকে দ্রুত বের হয়ে আসতে পারেননি। ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে, যা আগুনকে আরও দ্রুত ছড়াতে সহায়তা করেছে। এছাড়া, কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এরমধ্যে দুজন কোম্পানিটির পরিচালক এবং অন্যজন পরামর্শক। তাদের বিরুদ্ধে নিরাপত্তা মান লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।