২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৬-কে বরণ করে নিতে এক অভূতপূর্ব উৎসবের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি। থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছরের আগের রাতে আল ওয়াথবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ড্রোন ও আতশবাজি প্রদর্শনী। এই একটি আয়োজন দিয়েই অন্তত ৫টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শেখ জায়েদ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই প্রদর্শনীতে আকাশ মাতাবে রেকর্ডসংখ্যক ৬৫০০টি ড্রোন। টানা ২০ মিনিট ধরে এই ড্রোনগুলো আকাশের বুকে নয়টি বিশালাকৃতির জ্যামিতিক নকশা ও চমৎকার সব দৃশ্য ফুটিয়ে তুলবে। ডিজিটাল কাউন্টডাউনের সঙ্গে ড্রোনের এই সমন্বয় দর্শকদের এক অপার্থিব অভিজ্ঞতা দেবে।
ড্রোনের পাশাপাশি থাকছে দীর্ঘতম আতশবাজির প্রদর্শনী। টানা ৬২ মিনিট ধরে পাঁচটি ধাপে এই আতশবাজি উৎসব চলবে। অত্যাধুনিক প্রযুক্তি ও নিখুঁত সমন্বয়ের মাধ্যমে আল ওয়াথবার আকাশকে রঙে ও শব্দে রাঙিয়ে দেওয়া হবে, যা মধ্যরাতে নতুন বছর শুরুর মুহূর্তে চূড়ান্ত রূপ নেবে।
আবু ধাবির এই আয়োজনে শুধু আকাশেই নয়, মাটিতেও থাকবে বিনোদনের বিশাল সমাহার। আমিরাতি ঐতিহ্যবাহী ‘আল আয়ালা’, ‘আল রাজফা’ ও ‘আল নাদুবা’ নাচের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক পারফর্মারদের গান, নাচ ও কার্নিভাল প্যারেড। শিশুদের জন্য ‘ওয়ান্ডারল্যান্ড’ বিনোদন নগরী ও বিশেষ থিয়েটারের ব্যবস্থাও থাকছে।
বিশাল এই জনসমাগম সামলাতে আয়োজক কর্তৃপক্ষ প্রবেশ ও বাহির পথ সম্প্রসারিত করেছে। পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দল মোতায়েন থাকবে। ধারণক্ষমতা পূর্ণ হওয়ার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে দর্শনার্থীদের দ্রুত টিকিট সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় এই জাঁকজমকপূর্ণ উৎসবটি পরিচালিত হচ্ছে।