জমকালো আয়োজনে দেশে দেশে বর্ষবরণ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

বর্ষপঞ্জি থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর একটি সংখ্যা। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বিশ্বজুড়ে বরণ করা হয়েছে। তেমনি কিছু আয়োজনের ছবি তুলে ধরেছে রয়টার্স।

ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালা লামপুরের টুইন টাওয়ারে নতুন বছরের আগমনী মুহূর্তে আতশবাজি

 

ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে ২০২৫ সালকে স্বাগত জানাতে কাউন্টডাউন চলছে

ছবি: রয়টার্স

সিঙ্গাপুরের মারিনা বে’তে আতশবাজি

ছবি: রয়টার্স

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মন্দিরে ২০২৫ সালের আগমনীর মুহূর্তে প্রার্থনা

ছবি: রয়টার্স

ফিলিপিন্সে রাজধানী ম্যানিলার উত্তরের বুলাকান প্রদেশের একটি শহরে আতশবাজিতে নতুন বর্ষবরণ

ফিলিপিন্সে রাজধানী ম্যানিলার উত্তরের বুলাকান প্রদেশের একটি শহরে আতশবাজিতে নতুন বর্ষবরণ

ফিলিপিন্সে নতুন বর্ষবরণ উদযাপনের সময় হর্ণ বাজাচ্ছে দুই শিশু

ছাবি: রয়টার্স

ফিলিপিন্সে নতুন বছরকে স্বাগত জানাতে সাজসজ্জা

ছবি: রয়টার্স

হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে আতশবাজি

ছবি: রয়টার্স

জাপানের রাজধানী টোকিওর একটি সরকারি ভবনের ওপর প্রজেকশন ম্যাপিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে ২০২৫ সাল লেখাটি

ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ায় আতশবাজির ঝলকানিতে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে

ছবি: রয়টার্স

ভারতের মুম্বাইয়ে মোবাইল ফোনের আলো জ্বেলে জনতার নতুন বছরকে বরণের মুহূর্ত উদযাপন

ছবি: রয়টার্স

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাও ফ্রায়া নদীতে নৌকায় নৌকায় রঙিন আলোতে নতুন বর্ষবরণ

SN/KK