চীনে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার, টানা ৪ বছর কমছে জনসংখ্যা

চীনে গত এক বছরে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এই নিয়ে টানা চার বছর দেশটির মোট জনসংখ্যা হ্রাসের ধারা অব্যাহত থাকল। এতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এই দেশটির জনসংখ্যাগত চ্যালেঞ্জ আগামী কয়েক দশকের জন্য আরও প্রকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে দেশটিতে প্রতি হাজারে জন্মহার কমে ৫ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালে ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ।

২০২৪ সালে জন্মহারে কিছুটা উন্নতির আভাস পাওয়া গেলেও নতুন এই তথ্য প্রমাণ করছে যে সেটি ছিল কেবল একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা হ্রাসের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনে নতুন শিশু জন্মেছে ৭৯ লাখ ২০ হাজার। একই সময়ে মারা গেছেন ১ কোটি ১৩ লাখ ১০ হাজার মানুষ। ফলে এক বছরে দেশটির মোট জনসংখ্যা কমে গেছে প্রায় ৩৯ লাখ।

তবে জন্মহার ও জনসংখ্যা কমলেও ২০২৫ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ শতাংশ অর্জিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবৃদ্ধি ঠিক থাকলেও দীর্ঘমেয়াদে জনশক্তি হ্রাস ও বার্ধক্যজনিত সমস্যার কারণে দেশটির অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।