ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে তিনি বলেছেন, খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবলফাজল শেখারচি বলেন, ট্রাম্প ভালো করেই জানেন আমাদের নেতার দিকে যদি কেউ আগ্রাসনের হাত বাড়ায়, আমরা শুধু সেই হাত কেটে দেব না বরং তাদের পুরো জগৎ আগুনে জ্বালিয়ে দেব।
ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে খামেনির প্রায় চার দশকের শাসনের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে বলেন, ইরানের জন্য নতুন নেতৃত্বের সময় এসেছে। এর কয়েক দিনের মধ্যেই ইরানের এই কড়া প্রতিক্রিয়া এলো।
গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প এর আগে বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং বিক্ষোভের পর গণফাঁসি হলে তা ইরানের জন্য রেড লাইন অতিক্রমের শামিল হবে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি অবশ্য বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি স্বীকার করেছেন, সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে এবং যেকোনো ভুল পদক্ষেপ অঞ্চলজুড়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।