হেলিকপ্টার বিধ্বস্তের ১২ ঘণ্টা পার হলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধান পেতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগের কিছু ছবি প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা ইরনা। দুর্ঘটনার আগে প্রেসিডেন্ট রাইসি যোগ দিয়েছিলেন আজারবাইজান সীমান্তে একটা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের ছবিও প্রকাশ করেছে ইরনা।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হেলিকপ্টারযোগে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট
পাহাড়-পর্বতময় দুর্গম এলাকায় ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার
ইরান ও আজারবাইজান সীমান্তে দুই দেশের যৌথ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
প্রকল্প এলাকা ইরান ও আজারবাইজান পতাকা দিয়ে সাজানো হয়
প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী সেই হেলিকপ্টার
প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট রাইসি (বাঁয়ে) ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রকল্প এলাকা ইরান ও আজারবাইজান পতাকা দিয়ে সাজানো হয়
প্রকল্প এলাকায় ইরান ও আজারবাইজানের কর্মকর্তারা
প্রকল্প এলাকায় ইরানের প্রেসিডেন্ট রাইসি ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ