আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলায় ৯ জন নিহত

মঙ্গলবার (১৬ জুলাই) ওমানের রাজধানী মাসকাটে একটি শিয়া মসজিদে হামলায় তিন হামলাকারী সহ কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। 

শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে।  ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,বন্দুক হামলায় নিহতদের মধ্যে চার পাকিস্তানি, একজন ভারতীয় এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত হয়েছে নিরাপত্তাকর্মীসহ  ২৮ জন। এই ধরনের হামলা সুন্নি মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশগুলোতে ব্যতিক্রম ঘটনা।

এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি আল-কবির আশেপাশের আলী বিন আবি তালিব মসজিদে এই  হামলা  হয়। পুলিশ এ হামলার জবাব দিয়েছে।

অপরদিকে ইসলামিক স্টেট মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের তিনজন "আত্মঘাতী হামলাকারী" সোমবার সন্ধ্যায় মসজিদে গুলি চালায় এবং সকাল পর্যন্ত ওমানি নিরাপত্তা বাহিনীর তাদের মধ্যে গোলাগুলি চলে।

এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয়  সব পদক্ষেপ নিয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

তবে এই হামলার উদ্দেশ্য কী বা কাওকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়ে ওমানের পুলিশ এখনও কিছু জানায়নি।

ঘটনাটিকে "সন্ত্রাসী" হামলা হিসেবে আখ্যা দিয়ে  পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেঁচে যাওয়া ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।