সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় দুই হামলাকারীর মধ্যে একজন ভারতীয়। তিনি মূলত হায়দ্রাবাদের বাসিন্দা এবং প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় চলে গেলেও তার কাছে এখনও ভারতীয় পাসপোর্ট রয়েছে। ভারতীয় পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সিডনিতে ইহুদিদের হনুক্কা উদযাপনের সময় দুইজন বন্দুকধারী হামলা চালায়। যেখানে ১৫ জন নিহত হন। পুলিশ জানায়, হামলাকারী দুইজন সম্পর্কে বাবা-ছেলে।
হামলা চালানোর সময় সন্দেহভাজন সাজিদ আকরাম (৫০) পুলিশের গুলিতে নিহত হন। তার ছেলে নাভিদ আকরাম (২৪) যিনি কর্তৃপক্ষের দাবি অনিুযায়ী তার সাথে ছিলেন, তিনি বেঁচে গেছেন এবং পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অস্ট্রেলিয়ান তদন্তকারীরা এই হামলাকে ইসলামিক স্টেট গ্রুপ দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন।
তেলেঙ্গানার পুলিশ মহাপরিচালক জানান, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম হায়দ্রাবাদের বাসিন্দা এবং ১৯৯৮ সালের নভেম্বরে প্রাথমিকভাবে ছাত্র ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। চাকরির সন্ধানে ভারত ছেড়ে যাওয়ার আগে তিনি হায়দ্রাবাদে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।
আকরাম প্রায় ২৭ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন এবং সেই সময়ে হায়দ্রাবাদে তার পরিবারের সাথে তার খুব কম যোগাযোগ ছিল। তেলেঙ্গানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে, আকরামের কথিত ‘মৌলবাদের’ সাথে ভারতের কোনো কার্যকরী বা আদর্শিক সংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আকরাম শেষবার ২০২২ সালে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তার কাছে এখনও ভারতীয় পাসপোর্ট আছে। যদিও তার সন্তানরা - এক ছেলে এবং এক মেয়ে - অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে এবং অস্ট্রেলিয়ার নাগরিক।
তদন্তকারীদের মতে, পারিবারিক বিরোধের কারণে কয়েক বছর আগে হায়দ্রাবাদে বসবাসকারী তার যৌথ পরিবারের সাথে আকরামের সম্পর্ক ভেঙে যায়। ধারণা করা হচ্ছে, হামলার অনেক আগেই আত্মীয়স্বজনরা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন। পুলিশের মতে, ২০১৭ সালে তার বাবার মৃত্যুর সময় আকরাম তার জানাজায় অংশ নেননি।
অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর, আকরাম ভেনেরা গ্রোসোকে বিয়ে করেন, যাকে পুলিশ ইউরোপীয় বংশোদ্ভূত নারী বলে বর্ণনা করেছে। এই দম্পতির দুটি সন্তান ছিল, নাভিদ এবং একটি মেয়ে। পরিবারটি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
গত রোববার অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের অনুষ্ঠান হানুক্কা উদযাপনের সময় আকরাম ও তার ছেলে নাভিদ গুলিবর্ষণ করে।
মঙ্গলবার, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার, ক্রিসি ব্যারেট, এই হামলাকে ‘ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।
সূত্র: এনডিটিভি
