ইসরায়েলি বিমান হামলার ফলে গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুর আজ মঙ্গলবার মারা গেছেন। ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর তাকে জীবন্ত আগুনে জ্বলতে দেখা যায়।
তিনি প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক ছিলেন। হামলাটি ঘটে গত সোমবার, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থানকারী একটি তাবুতে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মানসুরকে আগুনে পুড়তে দেখা যায়।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মানসুর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হামলায় এখন পর্যন্ত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী সোমবার হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের দাবি অনুযায়ী হামাস সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে ফিলিস্তিনের চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত ৬০ জনকে হত্যা করেছে। দের আল–বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হয়েছেন।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও বড় পরিসরে হামলার ঘোষণা দিয়েছেন।