সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শফি উদ্দিন (৩৬) নামে বগুড়ার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত শফি উদ্দিন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে তেলবাহী লড়ি চালাতেন।

পারিবারিক সূত্রমতে, বুধবার সৌদি সময় রাত ৩টার দিকে জেদ্দার আল-বালাদ শহর এলাকায় তেলবাহী লড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনার কবলে পড়েন শফি উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা শফি উদ্দিনের মৃত্যুর খবর পাই। প্রায় ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে গিয়েছিলো। সেখানে একটি তেলবাহী লরি চালাতেন। এক বছর আগে দেশে এসেছিলেন। এখন তার মরদেহ আসবে। এই কষ্ট কীভাবে সহ্য করবো?’

নিহত শফি উদ্দিনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিলেন, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেলেন, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শফি উদ্দিন অনেক ভালো ছেলে ছিলেন। তার অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’