ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:৩৪ এএম

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন এবং আহত হয়েছেন ১৫ জন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নবালে ব্রিজ এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষের সময় এর মাঝে পড়ে যায় একটি প্রাইভেটকার। ফলে চূর্ণবিচূর্ণ হয়ে যায় গাড়িটি।

এনডিটিভির খবরে বলা হয়, দুই ট্রাকের মাঝে পড়ে প্রাইভেটকারটি পিষ্ট হওয়া ছাড়াও ঘটনাস্থলে আগুন ধরে যায় একটি ট্রাকে, যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। স্থানীয় সময় সকালে সংঘটিত এই দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি ট্রাক পুরোপুরি আগুনে পুড়ে যাচ্ছে এবং মাঝখানে আটকে থাকা গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণে জাতীয় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ থাকে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

HN
আরও পড়ুন