গাজায় নিহত আরও ৭৯, প্রাণহানি ৫৪ হাজার ছুঁইছুঁই

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক ফিলিস্তিনি। এতে গাজায় নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ছুঁইছুঁই।

শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।

খবরে আরও বলা হয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। সূত্র: আনাদোলু, আল জাজিরা