ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌদি আরবে ১৩ হাজার প্রবাসী গ্রেপ্তার 

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:১০ পিএম

আবাসিক, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি কর্তৃপক্ষ ১৩ হাজার ১১৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সূত্র: আরব নিউজ।

এদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। 

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা প্রদান করে তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

এছাড়া আইন ভঙ্গ কারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্য থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে। 

AA/AHA
আরও পড়ুন