কাল আকাশে দেখা যাবে বিরল ‘স্ট্রবেরি মুন’

সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামীকাল বুধবার (১১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে বিরল একটি মহাজাগতিক দৃশ্য- ‘স্ট্রবেরি মুন’। এটি আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ সন্ধ্যা।

বসন্তের শেষ পূর্ণ চাঁদ হিসেবে পরিচিত এই চাঁদ ২০৪৩ সাল পর্যন্ত আর এই মাত্রায় দেখা যাবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (এনএএসএ)। খবর গালফ নিউজ।

নামের সঙ্গে গোলাপি বা লাল রঙের কোনো সম্পর্ক না থাকলেও, ‘স্ট্রবেরি মুন’ নামটি অনেকটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এটি বসন্ত ঋতুর শেষ পূর্ণ চাঁদ।

যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায় জুন মাসে স্ট্রবেরি ফল সংগ্রহের সময় এই পূর্ণ চাঁদ দেখেই ‘স্ট্রবেরি মুন’ নামটি দিয়েছিল। তবে বাস্তবে এই চাঁদ সাধারণত হলুদ বা কমলা আভাযুক্ত হয়ে থাকে, বিশেষ করে যখন এটি হরাইজনের কাছাকাছি অবস্থানে থাকে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের (ডিএজি) অপারেশন ম্যানেজার খাদিজা হাসান আহমেদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁদ উঠবে এবং তা দেখা যাবে পরবর্তী দিন ভোর ৫টা ৫৫ মিনিট পর্যন্ত।

তিনি আরও বলেন, এই চাঁদটি খালি চোখেই পরিষ্কারভাবে দেখা যাবে, কোনো টেলিস্কোপ বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। শহর, সমুদ্রসৈকত, মরুভূমি কিংবা উঁচু স্থান- যে কোনো খোলা জায়গা থেকেই চাঁদটি উপভোগ করা যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে।

এই বছরের স্ট্রবেরি মুন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘটছে ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামক এক মহাজাগতিক ঘটনার অংশ হিসেবে। প্রতি ১৮.৬ বছর পর এই ঘটনা ঘটে, যখন চাঁদ তার কক্ষপথের এক বিশেষ অবস্থানে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে, এই সময় পৃথিবী ও চাঁদের কক্ষপথের ঢাল এমন একটি অবস্থায় থাকে, যাতে চাঁদ সবচেয়ে নিচু দিগন্তে উঠে আসে। এই অবস্থাকে বলা হয় ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’। উত্তর গোলার্ধে এটি হবে আগামী ২০৪৩ সালের আগ পর্যন্ত সবচেয়ে নিচু পূর্ণ চাঁদ, ফলে দিগন্তের খুব কাছাকাছি অবস্থান থেকে চাঁদটি দেখা যাবে।

এই দৃশ্য শুধু মহাকাশ বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক বিরল অভিজ্ঞতা। যারা মহাজাগতিক দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

খাদিজা আহমেদ সবাইকে আহ্বান জানিয়েছেন, বাড়ির বাইরে গিয়ে পূর্ব আকাশের দিকে তাকান, প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করুন। এটা এমন একটি দৃশ্য, যা প্রায় দুই দশক পর আবার দেখা যাবে।

এই সময় হতে পারে বছরের সবচেয়ে মনোমুগ্ধকর এক রাত। তাই সন্ধ্যা সাড়ে ৭টায় চোখ রাখুন আকাশে, উপভোগ করুন প্রকৃতির অনন্য এই উপহার- বিরল স্ট্রবেরি মুন।