মাটির নিচের বাঙ্কারে নেতানিয়াহু ও উচ্চপদস্থ মন্ত্রীরা

ইরানের মিসাইল হামলার জবাবের সময় মাটির নিচে বাঙ্কারে চলে যান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছে তার সব নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন। কীভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে।

শুক্রবার (১৪ জুন) ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এরপর সারাদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা। সন্ধ্যা গড়িয়ে রাত নামার পরই ইরান এসব হামলার জবাবে মিসাইল হামলা শুরু করে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছোড়া হয়েছে।

টিভির স্ক্রিনে দেখা গেছে, মিসাইলগুলো ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানছে। মিসাইলের আঘাতে অন্তত ২১ জন আহত হয়েছেন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইরান জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামের’ এ অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল