সৌদি যুবরাজ-ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ, যা জানা গেলো

ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (১৪ জুন) এ ফোনালাপ হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। এই দুই নেতা মধ্যপ্রাচ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি এই  এ পরিস্থিতি সংযতকরণ প্রয়োজন বলে একমত হন। 

এছাড়া চলমান উত্তেজনা কমাতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। এই পরিস্থিতির কূটনৈতিক সমাধানে মিত্রদের সঙ্গে বসতেও রাজি তারা।

এ দিকে, ইরান ও ইসরায়েলে হামলা-পাল্টা হামলার বিষয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ফোনালাপ হয়েছে।