ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংক একটি বড় রকমের সাইবার হামলার শিকার হয়েছে। এতে বিঘ্নিত হয়েছে ব্যাংকটির অনলাইন সেবা কার্যক্রম।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে, দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।
সেপাহ ব্যাংক সাইবার হামলার দায় স্বীকার করেছে ‘প্রিডেটরি স্প্যারো’ নামে একটি হ্যাকিং গ্রুপ, যাদের ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। ফার্সি ভাষায় যাদের নাম ‘গোনজেশকে দারানদে’।
তারা দাবি করেছে, এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে।
সূত্র : আল-জাজিরা