সরকারি কর্মকর্তা ও তাদের দেহরক্ষীদের জন্য ইন্টারনেট সংযুক্ত যন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ইরান সরকার। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ এ বিষয়ে এক নতুন নির্দেশনা জারি করেছে।
এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা কিংবা তাদের নিরাপত্তা টিম পাবলিক ইন্টারনেট বা টেলিকম নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। ইরানের রাষ্ট্র সংযুক্ত ফার্স নিউজ এজেন্সির খবরে এমনটাই বলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা নজরদারি কিংবা হ্যাকিংয়ের আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।