ইরান-ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরে ইরানের রাজধানী তেহরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ৬টি দেশ। তেহরানে দূতাবাস কার্যক্রম স্থগিত করা দেশগুলোর মধ্যে রয়েছে- বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান-ইসরায়েলের সংঘাতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার (২০ জুন) ইরানের রাজধানী তেহরানে নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার সকল কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এই অঞ্চলেই থাকবেন, যাতে সংকটের মুখে সরকারের সিদ্ধান্ত ও সহায়তামূলক উদ্যোগে ভূমিকা রাখতে পারেন। অস্ট্রেলিয়া সরকার কেবল কর্মকর্তাদেরই নয়, ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের প্রতিও বিশেষ নজর রাখছে।
তিনি বলেন, যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান, তাদের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছি।
পেনি ওং আরও জানান, ইরানে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছেন, যারা ইরান ছাড়তে চান। অন্যদিকে ইসরায়েলে আছেন আরও ১,২০০ অস্ট্রেলিয়ান। সূত্র: আল জাজিরা, এএফপি’র