প্রতিশ্রুতি রেখেছেন নেতানিয়াহু, ধন্যবাদ জানালেন ট্রাম্পকে

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের শুরুতে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে বলে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর এ মন্তব্য করেন তিনি।

রোববার (২২ জুন) টাইমস অব ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানা গেছে।

নেতানিয়াহু বলেন, গত ১৩ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা যুক্তরাষ্ট্র এখন সম্পূর্ণ করে ফেলেছে। অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম- ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, যেভাবেই হোক। আমি সেই প্রতিশ্রুতি রেখেছি। 

যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাম্প তাকে ফোন করেছেন জানিয়ে নেতানিয়াহু বলেন, ওই ফোনালাপ অত্যন্ত উষ্ণ ও আবেগপূর্ণ ছিল। ট্রাম্প আমাকে, আমাদের সেনাবাহিনীকে এবং পুরো জাতিকে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি।

নেতানিয়াহু আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজকের বিশ্বে মুক্তচিন্তার নেতৃস্থানীয় নেতা। তিনি ইসরায়েলের এক অসাধারণ বন্ধু, এমন বন্ধু আর কেউ নেই।