বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত এটি প্রস্তাব পাস হয়েছে। এমন পরিস্থিতিতে প্রণালি থেকে ফিরে গেছে দুই সুপারট্যাঙ্কার।
সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গ জানিয়েছে, ইরানে মার্কিন বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ফলে হরমুজ প্রণালি থেকে কসউইজডম লেক এবং সাউথ লয়্যালটি নামে দুটি সুপারট্যাঙ্কার ফিরে গেছে। এই দুটি ট্যাঙ্কারের প্রতিটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দুটি খালি ফ্রেইটার রোববার প্রণালিতে প্রবেশ করেছিল এবং তারপর হঠাৎ করে দিক পরিবর্তন করে। ট্র্যাকিং ডেটার উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, এই ট্যাঙ্কারগুলোর দিক পরিবর্তন তেল পরিবহনে পুনঃরুট নির্ধারণের প্রথম লক্ষণ। জাহাজ মালিক এবং ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে তেলের চলাচল এবং প্রবাহের ওপর প্রভাব পড়ার লক্ষণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণকালে এমন ঘটনা ঘটেছে।
পার্লামেন্টের সদস্য এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করা বর্তমানে ইরানের কৌশলগত বিবেচনায় রয়েছে এবং ‘প্রয়োজন মনে হলে তা করা হবেই।’