যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
মঙ্গলবার (২৪ জুন) লাইভ প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল ও আল জাজিরা।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে এবং এর জেরে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এই হামলা চালায় ইরান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে সাইরেন বেজে ওঠার পর উত্তর ইসরায়লের বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একইভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এই হামলার ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল-ইরান দ্বিপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও তার বাস্তবায়ন নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে।