২০ দিন পর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

প্রায় ২০ দিন বন্ধ রাখার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের কারণে ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ছিল

শুক্রবার (৪ জুলাই) তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে সংঘাত পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হিসেবে আমিরাত-ভিত্তিক ফ্লাইদুবাইয়ের একটি বিমান অবতরণ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আজ অন্তত ২০ দিন পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাই-এর এফজেড১৯৩০ এর একটি বিমান ইরানের বৃহত্তম বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে ইরানের আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসল বলে মনে করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের মাধ্যমে দেশটির বিমান চলাচল খাতে স্থিতিশীলতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়েছে। যাত্রীদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে বলেও আইআরএনএ জানিয়েছে।

আইআরএনএ জানায়, দেশটির আন্তঃসংস্থা সমন্বয় এবং বিমান শিল্পের অংশীদারদের অসংখ্য বৈঠকের পর, বেসামরিক বিমান চলাচল সংস্থা সমন্বয় কমিটির অনুমোদনের মাধ্যমে এবং ইরানের বর্তমান পরিস্থিতিতে বিশদ নিরাপত্তা পর্যালোচনার ফলে, মেহরাবাদ এবং ইমাম খোমেনি বিমানবন্দর, দেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণের বিমানবন্দরগুলির সঙ্গে যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে এবং দেশটির নাগরিকের জন্য বিমান পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ বলেছে, পরিকল্পিত সময়সূচি অনুসারে, ইসফাহান এবং তাবরিজ বিমানবন্দর ছাড়া দেশের সকল বিমানবন্দর থেকে দিনের বেলায় ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়াও, ইসফাহান এবং তাবরিজ বিমানবন্দরের অবকাঠামো প্রস্তুত হওয়ার পরপরই এবং অন্যান্য বিধিনিষেধের অভাবে এই দুটি বিমানবন্দরও দেশের বিমান পরিবহন নেটওয়ার্কে যোগ দেবে।