গাজায় বোমা বিস্ফোরণ, ২ ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস এলাকায় এক বিস্ফোরণে ইসরাইলি সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর পাল্টা আক্রমণের মধ্যেই এ ঘটনা ঘটেছে। 

রোববার (২৭ জুলাই) সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ গাজায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে দুই ইসরায়েলি সৈন্য নিহত এবং একজন কর্মকর্তা আহত হয়েছে। 

নিহত সেনারা হলো- গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস অফিসার সিপিটি আমির সাদ (২২) ও একই ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস সেনা সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা (২০)। ওই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতেই ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইসরায়েলের।